Ditas Home Cleaning
Ditas Home Cleaning
Adventure Travel

রাতারগুল জলাবন: সিলেটের মুগ্ধকর মিঠাপানির বন

06/07/2025

রাতারগুল বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন যা সিলেট জেলার গোয়াইনঘাটে অবস্থিত। এটি পৃথিবীর ২২টি স্বীকৃত সোয়াম্প ফরেস্টের একটি এবং দেশের অন্যতম জীববৈচিত্র্য সংরক্ষিত এলাকা। বর্ষা মৌসুমে রাতারগুলের গাছপালা ২০-৩০ ফুট পর্যন্ত পানির নিচে ডুবে থাকে, আর এ সময়ই পর্যটকদের মূল ভিড় লক্ষ্য করা যায়। এই জলাবনের মধ্য দিয়ে বয়ে যাওয়া চেঙ্গির খাল ও গোয়াইন নদীর স্বচ্ছ জলের মাঝে দাঁড়িয়ে থাকা করচ, হিজল, বরুণসহ নানা জলসহিষ্ণু গাছের দৃশ্য মনোমুগ্ধকর।

বনে ভ্রমণের জন্য অনুমতি নিয়ে ডিঙি নৌকায় চড়ে পর্যটকরা ঘুরে বেড়ান এই জাদুকরী অরণ্যে। বনের ভেতরে আছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে উপভোগ করা যায় পুরো জলাবনের দৃশ্য। শীতকালে এখানে আসে বালিহাঁসসহ বহু পরিযায়ী পাখি, আর পানিতে পাওয়া যায় নানা রকম মাছ। রাতারগুল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি প্রাণবৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্বেও অনন্য।

 

Share

Your Travel Journey Starts Here

Sign up and we'll send the best deals to you